ePaper

টানা বৃষ্টিতে পটুয়াখালীতে জলাবদ্ধতা বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

সৌমিত্র সুমন, পটুয়াখালী

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালী জেলাজুড়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যদিও গত কয়েক দিনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে, তবুও এতে স্বস্তি নেই জনজীবনে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৮.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে জেলার নিচু এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। অনেক ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পৌর শহরসহ আশপাশের এলাকায় সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। এদিকে, লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর এখন উত্তাল। উপকূলজুড়ে বইছে দমকা হাওয়া। সম্ভাব্য ঝড়ো পরিস্থিতির আশঙ্কায় পায়রা বন্দরের পাশাপাশি দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *