টঙ্গীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত
গাজীপুরের টঙ্গীতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের শিলমুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে চালককে আটক করেছে এবং ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহত স্কুলছাত্রের নাম নয়ন (১৫), তিনি টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। তাঁর পিতার নাম সোহাগ মিয়া। নিহত নয়ন টঙ্গীর আরিচপুর এলাকার স্থানীয় রফিক গাজীর বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন তার চাচা মো. কাউসারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক ধরে পূবাইলের হায়দরাবাদ এলাকায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা শিলমুন বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ডাম্পট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় নয়ন ট্রাকের নিচে পড়ে যায় এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এসময় চাচা মো. কাউসার গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছে।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক শফিউল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে নিহত নয়নের লাশ উদ্ধার করেছি। ট্রাকচাপায় নয়নের মাথা থেঁতলে গেছে। ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের মাতম ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা গভীর শোকস্তব্ধ এবং তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে এবং সড়ক দুর্ঘটনা কমাতে আরও সতর্কতার আহ্বান জানিয়েছে।
Share Now