ePaper

জোতার স্মরণে ভক্তদের দেওয়া উপকরণে ভাস্কর্য বানাবে লিভারপুল

স্পোর্টস ডেস্ক

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় কিছুদিন আগে প্রাণ হারান লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। এবার জোতার স্মরণে অ্যানফিল্ডে স্থায়ী ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এফসি। এছাড়া মৌসুমজুড়ে লিগ চ্যাম্পিয়নদের জার্সিতে ‘ফরএভার ২০’ লেখা থাকবে বলেও জানিয়েছে ক্লাবটি। গত ৩ জুলাই স্পেনে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান জোতা ও তার ভাই সিলভা। জোতার ভাই সিলভাও ছিলেন একজন ফুটবলার। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন তিনি। লিভারপুলে ২০ নম্বর জার্সি পরে খেলতেন জোতা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে লিভারপুল। ক্লাবটির পুরুষ ও নারী ফুটবল দলের কোনো পর্যায়ে কেউ আর এই জার্সি পরবে না।   জোতার অকাল প্রয়াণের পর ভক্তরা অ্যানফিল্ডে শ্রদ্ধা জানাতে যেসব জিনিস দিয়েছেন, সেগুলো রিসাইকেল করেই ভাস্কর্য বানাবে লিভারপুল। আগামী ১৫ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের প্রথম হোম ম্যাচে ভক্তদের মোজাইক বানানোর ও এক মিনিট নীরবতা পালনেরও পরিকল্পনা নিয়েছে অলরেডরা। আগামী ৪ আগস্ট অ্যানফিল্ডে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচ খেলবে লিভারপুল। সেখানেও জোতার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। এশিয়ায় দুটি প্রীতি ম্যাচে লিভারপুলের খেলোয়াড়রা ‘দিয়োগো জে ২০’ লেখা জার্সি পরে খেলবেন।

ক্লাবটি জানিয়েছে, যদি সমর্থকরা ‘দিয়েগো জে ২০’ জার্সি পরে জোতাকে শ্রদ্ধা জানান, সেক্ষেত্রে সেই ক্রয়ের লাভ যাবে ক্লাবের দাতব্য সংস্থা এলএফ ফাউন্ডেশনে। এই সংস্থা জোতার নামে তৃণমূল পর্যায়ে কর্মসূচি নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *