ePaper

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ইবি প্রতিনিধি

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায়, নিম গাছ, আম গাছ, লটকন গাছ ও কদবেল ইত্যাদি ফলজ, বনজ ও ওষুধি গাছ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ও মসজিদের সামনে লাগানো হয়েছে। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, চব্বিশের জুলাই আগস্টে শহিদদের স্মরণে এবং তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণীয় নিম গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছি। ৫০০ গাছ বিতরণ ও রোপণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে (মফিজ লেক) একটা বাগান করার পরিকল্পনাও করেছি এবং চব্বিশের চেতনাকে বুকে ধারণ করে সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *