সাহেদ চৌধুরী, ফেনী
জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষে আজ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা স্বাস্থ্য বিভাগ এর উদ্যোগে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। এতে আরো উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, জুলাই যোদ্ধা প্রিন্স মাহমুদ আজিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার বৃন্দ ও স্বাস্থ্য বিভাগ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এই ক্যাম্পের মাধ্যমে দিন ব্যাপী জুলাই যোদ্ধা ও সর্বস্তরের জনগণ কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়। উল্লেখ্য ফেনীর বাকি পাঁচটি উপজেলাতেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে একই ভাবে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
