ePaper

জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে সরাইলে প্রতিবাদ

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে আলোচনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং অপপ্রচারের বিরুদ্ধে। জাতীয় তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আয়োজনে সরাইলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সরাইল অডিটোরিয়ামে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. মোবারক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদা দলের কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, বিশেষ অতিথি, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. বাহার চৌধুরী, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর। উপজেলা বিএনপি নেতা বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান, সরাইল সদর ইউপি বিএনপি সভাপতি মো. কাজল মিয়া প্রমুখ। এসয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন, বক্তারা বক্তব্য বলেন, “জিয়াউর রহমান জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছিলেন। সেই নেতাকে নিয়ে আজও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আর ১৭ বছর ধরে নির্বাসিত জীবন কাটানো তারেক রহমানকে নিয়েও কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে একদল চক্রান্তকারী গোষ্ঠী।” বিএনপির নেতৃত্বকে নিয়ে আর কোনো অপপ্রচার সহ্য করা হবে না। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার হয়েও আমরা শান্তি চাই, কিন্তু আমাদের চেতনায় আঘাত করলে প্রতিরোধ করতে জানি।” বিএনপির নেতৃত্বে ২৪-এর গণআন্দোলন হয়েছে, তার কৃতিত্ব কেউ একা দাবি করলে তা হবে ইতিহাস বিকৃতি।”বক্তারা এই অপপ্রচারের বিরুদ্ধে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *