মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেকা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. রূপক, উপজেলা প্রাথমিক অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরিমা সুলতানা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা ও দুগ্ধদানকারী নারীদের পুষ্টি নিশ্চিত করতে হবে। পুষ্টিহীনতা সমাজের একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।”জাতির ভবিষ্যৎ গড়তে হলে পুষ্টির গুরুত্ব অপরিসীম। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।