ePaper

জলবায়ু সংকট মোকাবেলায় কুয়াকাটায় মানববন্ধন ও সৈকত পরিষ্কার অভিযান

সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও উপকূলীয় পরিবেশ রক্ষার দাবিতে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় মানববন্ধন ও সৈকত পরিষ্কার অভিযান পরিচালনা করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এনএসএস। এ কর্মসূচিতে বিভিন্ন উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠন, পর্যটক ও স্থানীয় জনগণ অংশ নেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে “অহহঁধষ এধঃযবৎরহম ভড়ৎ ঈষরসধঃব অপঃরড়হ” স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও নদীভাঙনের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী।

বক্তারা পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা, প্লাস্টিক বর্জ্য ব্যবহার কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে এনএসএস-এর উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে পরিচালিত এ অভিযানে দুই শতাধিক স্বেচ্ছাসেবক, পর্যটক ও স্থানীয় মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় মানুষের সক্রিয় অংশগ্রহণ বাড়বে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ আরও শক্তিশালী হবে। কর্মসূচিতে বক্তব্য রাখেন এনএসএস নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাংবাদিক খায়রুল বাশার বুলবুল, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি বায়েজিদ বোস্তামী এবং ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিধুদান বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপরা’র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু, সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম হোসেন রাজু, সাংবাদিক জাকির হোসেনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *