ePaper

জমি দখলের চেষ্টা করায় মারপিটে আহত ৪

স্টাফ রিপোর্টার নিলফামারী, নীলফামারী সদর উপজেলার চাপড়া সরঞ্জানি ইউনিয়নের বাবরীঝাড় হাজীপাড়া গ্রামের আব্দুল গনির জমিতে জোর করে বেড়া দিয়ে দখলের চেষ্টা করে একই এলাকার ইলিয়াস, এরশাদুল গংরা। এ সময় বাধা দেন আব্দুল গনি ও তার ভাই আব্দুল বারী। সাথে সাথে তাদেরকে মারপিট শুরু করে দেয় ইলিয়াসগ গংরা। এতে আহত হয় আব্দুল গনি (৬৫) আব্দুল বারী (৫২) আরজু (৪২) মোমেনা(৪৫) পরে আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে ইলিয়াসের ভাই একরামুলের সাথে কথা বললে তিনি জানান, আমরা তাদের কাছে জমি পাবো তাই আমার ভাই ইলিয়াস ও এরশাদুল সেই জমিতে বেড়া দিতে গিয়েছিল এতে একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *