ePaper

‘জন্ম দিলেই আপন হয় না’— পোস্টে কীসের ইঙ্গিত দিলেন সঞ্জয় কন্যা

বিনোদন ডেস্ক

জন্মদিনের কয়েক সপ্তাহ পর হঠাৎ এক ইঙ্গিতপূর্ণ পোস্টে শোরগোল ফেলে দিয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা। নিজের পরিবারের প্রসঙ্গ টেনে এক পোস্ট দিয়েছেন তিনি; তাতে অনেকের ধারণা, এই তারকা পরিবারের ভেতরে চলছে অশান্তি।সপ্তাহ দুই আগে জন্মদিন কাটিয়েছেন ত্রিশলা। এর কিছুদিন পরেই সামাজিক মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট!সেই পোস্টে একটি কার্ড শেয়ার করেন সঞ্জয় কন্যা। তাতে লেখা ছিলো, ‘শুধু রক্তের সম্পর্ক থাকলেই কাউকে জীবনে জায়গা দিতে হয় না। অনেক সময় সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষই ‘পরিবার’ নাম নিয়ে ঘোরে। নিজের মানসিক শান্তি রক্ষা করা সবার অধিকার। চাইলে যোগাযোগ কমিয়ে দেওয়া বা একেবারে বন্ধ করে দেওয়াও যায়। পরিবারের মান রাখার চেয়ে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াই আগে।’সঞ্জয় কন্যার এই পোস্টটির স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমেও। নেটিজেনদের প্রশ্ন, সরাসরি ‘পরিবার’ বলে কি তবে বাবাকেই নিশানা করলেন সঞ্জয়-কন্যা? সেই পোস্টে আরও উল্লেখ ছিলো, ‘পরিবার মানেই খারাপ ব্যবহার, দোষ চাপানো বা কষ্ট দেওয়ার অধিকার নয়। যারা আপনাকে কষ্ট দেয়, তাদের জীবনে সুযোগ দেওয়ার কোনো দরকার নেই। তারা জন্ম দিয়ে বড় করে তুললেও আপনজন হয়ে যান না।’উল্লেখ্য, ২৯ জুলাই ৬৬ বছরে পা দেন সঞ্জয় দত্ত। সেদিন মেয়ে ত্রিশলা শুভেচ্ছা জানিয়েছিলেন। আবার ১০ আগস্ট মেয়ের জন্মদিনেও শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেতা। ১৯৯৬ সালে মস্তিষ্কে টিউমারের কারণে সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যু হয়। তাদেরই একমাত্র কন্যা এই ত্রিশলা; যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *