ePaper

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু আজ

স্পোর্টস ডেস্ক

ইউরোপের ঘরোয়া লিগগুলো প্রায় এক মাস আগে শুরু হয়েছে। এরই মধ্যে কয়েকটি করে ম্যাচ খেলে ফেলেছে দলগুলো। এবার শুরু হচ্ছে ইউরোপসেরা হওয়ার লড়াই। আজ (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। নতুন মৌসুমে আরও উত্তেজনা নিয়ে হাজির হচ্ছে ইউরোপের ক্লাবসেরা হওয়ার লড়াই। প্রথম দিনেই মাঠে নামছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব মার্শেই। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। একই সময়ে বিগ ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। টটেনহ্যাম আতিথ্য দেবে ভিয়ারিয়ালকে। এর আগে রাত পৌনে ১১টায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে খেলবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। গত আসরে অবশ্য কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল লস ব্লাঙ্কোসরা। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্টরা। ইউরোপসেরার মুকুট জয়ের আশায় গত মৌসুমে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। যদিও শুরুতে সফলতা পাননি। তবে গত মৌসুমেই চ্যাম্পিয়ন হয়েছে এমবাপ্পের সাবেক ক্লাব পিএসজি। ফলে ফরাসি ফরোয়ার্ড নিজেকে কিছুটা হলেও দুর্ভাগা ভাবতেই পারেন। রিয়ালের জন্য সুসংবাদ, ইনজুরি কাটিয়ে ফিরেছেন জুড বেলিংহাম। এছাড়া প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ফেডরিকো ভালভার্দে ও তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। রিয়ালের মতো গত আসরে শেষ আট থেকে বিদায় নিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ডও। ২০১৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাবটি। সবশেষ দেখায় ৫-১ অ্যাগ্রিগেটে হেরেছিল ডর্টমুন্ড। এ ম্যাচে অবশ্য রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় আছে নিকো কোভাচের দল। এ ম্যাচে খেলতে পারবেন না এমরি কান, নিকোলাস সুলে এবং নিকো শ্লোটারবেক। অন্যদিকে সিরি আ’তে ইন্টার মিলানের বিপক্ষে পাওয়া দারুণ জয় দেবে জুভেন্টাসকে বাড়তি আত্মবিশ্বাস। ইনজুরি সমস্যা নেই দলে। তাই চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে শতভাগ ফিট স্কোয়াড নিয়েই নামবে তুরিনের ওল্ড লেডিরা। সবমিলিয়ে জমজমাট সব লড়াইয়ের আভাস দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *