ePaper

চৌমুহনী প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত

 শিহাব উদ্দিন (নোয়াখালী) বেগমগঞ্জ

নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রাচীনতম চৌমুহনী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যেগে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়। চৌমুহনী প্রেসক্লাবের আহবায়ক ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম, কো-অপট সদস্য মোস্তফা মহসিন, সদস্য আমিরুল ইসলাম হারুন, এম নজির উল্যাহ, আশ্রাফ ছিদ্দিক বাবু, গোলাম মহিউদ্দিন নসু, এম. মজিদুল ইসলাম, মো. আলাউদ্দিন, মণির হোসেন বাবু, বজলুর রহমান মিন্টু, কবির আহামদ ফারুক, কামরুল ইসলাম দুলাল, আনোয়ার পারভেজ, হারুন অর রশিদ রাজিব, মো. সজিব সহ অনেকে। সভায় বক্তারা বলেন, আমরা গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় সবসময় সক্রিয় থাকবো। সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং ১৯৭৩ সনে প্রতিষ্ঠিত এ প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *