চট্টগ্রাম ব্যুারো
নগরীর ব্যস্ততম বন্দর পিসি রোড ২৪ ঘন্টার মধ্যে ২০ থেকে ২২ ঘন্টা ব্যস্ত থাকে। এই ব্যস্ততম সড়কের দু-পাশে অবৈধ পার্কিং করার কারণে প্রতিনিয়ত সড়কে লেগে থাকে ঘন্টার পর ঘন্টা যানজট। এতে করে চরম দুর্ভোগ পৌঁহাতে হয় বন্দরগামী পরিবহন, সাধারণ পরিবহন থেকে শুরু করে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী ও সাধারণ যাত্রীরা। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বন্দর গামী পণ্য পরিবহন গুলো ঘন্টার পর ঘণ্টা যানজটের কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যবাহী ট্রাকগুলো পণ্য বোঝাই করার জন্য বন্দরে প্রবেশ করতে না পারায় একদিকে ক্ষতিগ্রস্ত বন্দর কর্তৃপক্ষ অন্যদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের অর্থনীতির বাজারে পৌঁছাতে পারছে না বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। দেশের মানুষ পণ্য না পেয়ে চরম বিপাকে থাকতে হয়। অবৈধ গাড়ি পার্কিং এর চিপা গলিতে চলে মাদক এর রমরমা বাণিজ্য ও অসামাজিক কার্য্যকলাপ। এহেনো কার্য্যকলাপের বিরুদ্ধে গত ২৮ শে জুন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন অতি দ্রুত এই অবৈধ পাকিং বন্ধ করার জন্য ও মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। চট্টগ্রাম জেলা ট্রাক-কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. ইয়াছিন বলেন, উল্লেখ্য গত ২৫শে জুন একটি ট্রেইলার গাড়ীর ব্রেক ফেল করার দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকামেট্রো-ট-১৮-২৬১১ গাড়ীর মালিক রুবেল দুঘটনায় কবলিত অন্য গাড়ীর শ্রমিক তানজিল প্রকাশ কামরুলকে বেধরক মারধর করে। পরবর্তীতে তানজিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। এই ঘটনার বিষয়ে আমি ইয়াছিন গাড়ীর মালিক রুবেল এর কাছে জানতে চাওয়ায় কথাকথিত বিএনপি নেতা হাজী আব্বাস ও তার সঙ্গীয় থাকা ২০-২৫ জন লোক আমাকে হেনস্থ করে অথর্কিত ভাবে হামলা চালায়। ঐ হামলায় ছাত্রদল কর্মী ইমন গুরুত্বর আহত হয়। মূলত সড়কে অবৈধ পাকিং এর চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রতিনিয়ত চাঁদাবাজরা বিভিন্ন বিষয় নিয়ে পরিবহন শ্রমিকদের উপর ঝুলুম, অত্যাচার, নির্যাতন করে আসছে বলে জানান। উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খান, চট্টগ্রাম জেলা ট্রাক-কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. ইয়াছিন, প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান মিরাজ, বন্দর বিষয়ক সম্পাদক মো. জহির উদ্দিন টিপু সহ প্রমুখ।