সওতক আলী খান বাদল, চট্টগ্রাম
মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস গতকাল বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ চট্টগ্রাম দপ্তর এর আয়োজনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকালে র্যালী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন চট্টগ্রাম হোটেল সৈকতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রামের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুপার মো. সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, এসময় বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার বিতরণ করেন। এসময় বক্তরা বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে সকলকে সচেষ্ট ও সর্তক ভাবে কাজ করতে হবে। প্রতিটি পরিবারই হোক মাদকমুক্ত আদর্শ পরিবার। মাদকের ভয়াল আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।