ePaper

চকরিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফয়সাল আলম সাগর, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এএসআই/নি. জসিম উদ্দিন, এএসআই/নি. দেবু মজুমদারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালান। চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ষোলহিচ্ছা এলাকায় এ অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০২৫) এর ৯(১) ধারার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল আমিন প্রকাশ পুতিয়া (পিতা- মহিউদ্দিন, মাতা- রেহেনা বেগম, সাং- ষোলহিচ্ছা, তারামিয়া পাড়া, ৫নং ওয়ার্ড, ডুলাহাজারা ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *