গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকা থেকে ডাকাতি মামলার পলাতক প্রধান আসামি সামিউল ইসলাম (৩৬) কে রবিবার (০৯মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্য সামিউল গাইবান্ধার গোবিন্দগঞ্জের দিঘলী ফুলবাড়ী গ্রামের আমানুল্লাহ শেখ ওরফে চিনু মিয়ার পুত্র। সোমবার (১০ মার্চ) দুপুরে এক প্রেস কনফারেন্স এ অর্ফিসার ইনর্চাজ মো. বুলবুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এসময় প্রেস কনফারেন্সে ওসি জানান, গত ২৫ জানুয়ারী রাত অনুমান ১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমড়পুর বাজার পার হয়ে বৈঠাখালী স্থানে বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউট এর সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর ১০টি গরুভর্তি একটি ট্রাক নীলফামারী হইতে ঢাকা যাওয়ার পথে পিছন দিক থেকে ৮/৯ জনের ডাকাতদল তাদের ব্যবহৃত ট্রাক নিয়ে গরুভর্তি ট্রাকের সামনে এসে দাড়ায় এবং ট্রাকে থাকা লোকদের জোর পূর্বক ডাকাতদের নিয়ে আসা ট্রাকে উঠায় এবং ডাকাতদেও মধ্যে কয়েকজন গরুর ট্রাকে উঠে গরুভর্তি ট্রাক তাদের নিয়ন্ত্রনে নিয়ে চলে যায়। উক্ত ঘটনায় মামলা রুজুর পরপরই গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নিদের্শনায় সহকারী পুলিশ সুপার-সি সার্কেল এর তাদারকীতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে গত (২৬ জানুয়ারী) তারিখে দিনাজপুর জেলার হাকিমপুর থানা এলাকা হতে লুণ্ঠিত গরু বহনকারী ট্রাকটি উদ্ধার করে। গত ২৬ জানুয়ারী রাত আড়াইটায় কুড়িগ্রাম থেকে রাজশাহীগামী ৯টি মহিষ বোঝাই একটি ট্রাক একই ভাবে ডাকাতি হলে গোবিন্দগঞ্জ থানার চৌকষ পুলিশ অভিযানে নেমে বগুড়ার মাটিডালির জয়বাংলা নামক স্থান থেকে মহিষ বহনকারী ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়াও গত ৯ ফেব্রুয়ারী ডাকাতির সাথে জড়িত গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের মৃত আলম মিয়ার পুত্র শিপন মিয়াকে গ্রেফতার করলে তার স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির সাথে জড়িত এবং ডাকাতি করা গরু মহিষ বিক্রির সাথে জড়িতদের গ্রেফতার করা হয়। সর্বশেষ গত রোববার (৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গরু ও মহিষ ডাকাতির মূলহোতা উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দিঘলী ফুলবাড়ী গ্রামের আমান উল্ল্যা শেখ ওরফে চিনু মিয়ার পুত্র সামিউল ইসলামকে গ্রেফতার করলে এই গরু ও মহিষ চুরির ঘটনার সকল আসামী গ্রেফতার কাজ সম্পন্ন করা হয় এবং পুরো রহস্য উদঘাটন হয়। থানার আয়োজনে এই প্রেস কনফারেন্সে থানার এসআই মানিক রানা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়য়ে অফিসার ইনচার্জকে সহায়তা করেন।