গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে অভিযান চালিয়ে সরকারি জমিতে নির্মাণ করা ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে বাজার এলাকায় সড়কের পাশে প্রভাবশালী একটি মহল অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারের সরকারি জমিতে অবৈধ স্থাপনা তুলে ব্যবসা চালিয়ে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। কিন্তু তারা তা সরিয়ে না নেওয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজপাট বাজারে সরকারি জায়গায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি আরো জানান, উচ্ছেদ করা স্থাপনায় শতাধিক দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।