সাহেদ চৌধুরী, ফেনী
ওয়ার্ডের উত্তর চরছান্দিয়া গ্রামের সওদাগর বাড়ির মৃত দুলালের ষাটোর্ধ পঙ্গু অসহায় স্ত্রী ফেরদৌস আরা’র জন্য পাকা ঘর নির্মাণের জন্য উদ্যোগ গ্রহন করেন সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঁইয়া। এ উপলক্ষে সরেজমিনে তার বাড়িতে পরিদর্শনে যান ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন খোকন, সোনাগাজী পৌর যুবদলের সদস্য সচিব রাসেল হামিদী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন কমিশনার, যুবদল নেতা আমিনুল ইসলাম মুকিত, চরছান্দিয়া ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম, ছাত্রদল নেতা জাহিদুল আলম রুবেল, এবং এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ। শামছুদ্দিন খোকন চেয়ারম্যান বলেন, মৃত দুলালের অসহায় স্ত্রীকে একটি ঘর নির্মাণ করে দিতে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঁইয়া আমার সাথে পরামর্শ করে ও এই সিদ্ধান্তে উপনীত হয় যে, তাকে আমরা একটি ঘর নির্মাণ করে দিবো। সিদ্ধান্ত অনুযায়ী আজ আমরা বিএনপি নেতৃবৃন্দ সরেজমিনে তার বাড়ি পরিদর্শন করি ও তাকে একটি ঘর নির্মাণ করে দিতে যাবতীয় কার্যক্রম শুরু করি।