ইউসুফ আহমেদ তুষার(গাজীপুর) কাশিমপুর
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় এক রাজমিস্ত্রীর কন্ট্রাক্টরের বিরুদ্ধে প্রতারণা ও ভাড়া না দেওয়ায় থানায় অভিযোগ করেছেন মো. লালচান মিয়া (৩৬) নামে এক ব্যক্তি। অভিযোগ সূত্রে জানা গেছে, লালচান মিয়া দীর্ঘ সাত মাস ধরে রাজমিস্ত্রী মো. শহিদ (৬০) এর নিকট তার মিকচার মেশিন ভাড়া দিয়েছিলেন মাসিক ১০ হাজার টাকা করে। কিন্তু শহিদ মাত্র এক মাসের ভাড়া পরিশোধ করে বাকি ছয় মাসের ৬০ হাজার টাকা এখনো দেননি। লালচান মিয়া জানান, আশুলিয়ার বারইপাড়া দারোগাবাড়ি এলাকায় মো. সাইদ নামক এক ব্যক্তির বাড়িতে কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত ছিলেন শহিদ। সেখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যান তিনি। এরপর ওই জায়গায় থাকা লালচান মিয়ার মিকচার মেশিন আটকে দেয় কাজের মালিক সাইদ। মেশিন ফেরত চাইলে সাইদ জানান, কন্ট্রাক্টর শহিদ না এলে মেশিন দেওয়া হবে না। অভিযোগকারী জানান, শহিদের সাথে বারবার যোগাযোগ করেও কোন সমাধান না পেয়ে গত ১ অক্টোবর দেখা হলে শহিদের মোটরসাইকেল রেখে যান শহিদ আপোষের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সমাধান বা নির্ধারিত দিন তার পক্ষ থেকে জানানো হয়নি। অবশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন লালচান মিয়া। এ ঘটনায় এখনো রাজমিস্ত্রী শহিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
