ePaper

গাজীপুরে ককটেল বিস্ফোরণের পর বিকাশ ব্যাবসায়ীর মোবাইল-টাকা লুট

ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কোনাবাড়ী থানাধীন বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩৮)। আহত আমিনুল ইসলাম কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাইমাইল সাইনবোর্ড এলাকার হাজী মার্কেটে বিকাশ ব্যবসা করে আসছিলেন। ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান, দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা একটি সাদা প্রাইভেট কার থেকে দুইজন দুর্বৃত্ত নেমে এসে চাপাতি দিয়ে তাকে কোপ দেয়। পরে তারা তার সাথে থাকা ব্যাগে রাখা আড়াই লাখ টাকা, চারটি বাটন ফোন ও একটি টাচফোন ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এ বিষয় কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *