গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের মনোনয়ন বাতিল চেয়ে মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আমরা ধানের শীষ পরিবারের আয়োজনে উপজেলার নাকাই হাট বাজারে হরিরামপুর ও নাকাই ইউনিয়নের হাজার হাজার বিএনপির নেতাকর্মীর অংশগ্রহণে নাকাই হাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মশাল মিছিল বের হয়ে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাই সড়ক প্রদক্ষিণ করে। নাকাই ইউনিয়ন বিএনপি নেতা আবু সাঈদের সভাপতিত্বে মশাল মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ছাত্রদলের সভাপতি সুমন প্রধান, সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, নাকাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বায়োজিত প্রধান ফুয়াদ, সাবেক সভাপতি তৌফিক, সাবেক ছাত্রদল নেতা সাকি, যুবদল নেতা রাজু মন্ডল, স্বেচ্ছাসেবকদল নেতা সজিব প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন একজন সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত। তিনি ১/১১ এর সময় ততকালীন মহাসচিব মান্নান ভূঁইয়ার সাথে আতত করে উল্টো বিএনপির ক্ষতি করেছেন। বিগত ১৭ বছর তিনি মালয়েশিয়ায় ভোগবিলাসে ব্যস্ত ছিলেন। তার নামে ও তার পরিবারে কোনো সদস্যের নামে একটি মামলাও হয়নি। এদিকে বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে জেল খেটেছে। তখন বিএনপির কোনো নেতাকর্মীর পাশে তিনি দাঁড়াননি। যদি শেষ পর্যন্ত হাইকমান্ড মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে দলের প্রার্থী হিসেবে রাখেন সেক্ষেত্রে সাধারণ ভোটার এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তার পক্ষে কখনো কাজ করবে না। তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উচিত মোহাম্মদ শামীম কায়সার লিংকনের প্রাথমিক মনোনয়ন বাতিল করে দলের নির্যাতিত, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতাদের মধ্যে কাউকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে নেতাকর্মীদের একত্রিত থাকার সুযোগ করে দেওয়া।
