গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সুন্দরগঞ্জের মজুমদার হাট জিসি কাপাসিয়া ইউপি হেড কোয়ার্টার ভায়া লালচামার বাজার পর্যন্ত সড়ক পাকাকরণে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। বুধবার এক অফিস আদেশে জানাযায়, রাস্তা সংস্কার কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে মর্মে এলাকার সাধারণ জনগণের নিকট কাজের অনিয়মসহ এলজিইডির ভাবমূর্তি নষ্ট হওয়ায় সড়কের বিভিন্ন চেইনেজে নিম্নমানের খোয়া দ্রুত অপসারণ করে ১নং পিকিট খোয়া সরবরাহ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী। এব্যপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী ও অত্র দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মাহবুব-উল-আলম এর নিকট অনুলিপি দেয়া হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, এঙই মেইন্টেনেন্স প্রকল্পের আওতায় অত্র উপজেলার মজুমদার হাট জিসি কাপাসিয়া ইউপি হেড কোয়ার্টার ভায়া লালচামার বাজার পর্যন্ত সড়ক পাকাকরণে ১০/২১ খান বাহাদুর শামসুজ্জোহা রোডের সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। ঠিকাদারকে সড়ক থেকে নিম্নমানের খোয়া অপসারণ করতে চিঠি দিয়েছি। নিম্নমানের খোয়া দিয়ে সড়ক পাকাকরণ কাজ করার কোনো সুযোগ নেই। নিম্নমানের খোয়া অপসারণ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।