হাবিবুর রহমান,গাইবান্ধা
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ রেলওয়ে হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআরএম এন্ড ইন্টেলিজেন্স) মোঃ মাসুম বিল্লাহ তালুকদার। ?শুক্রবার (০৯ জানুয়ারি) তিনি এই পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে ডিআইজি মাসুম বিল্লাহ তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। ?পরিদর্শনকালে ডিআইজি রেলওয়ে পুলিশ ফাঁড়ির সার্বিক কার্যক্রম,আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং রেলওয়ে নিরাপত্তা ও জনসেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
