গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ফ্রিল্যান্সার তৈরী ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নে ‘ফ্রিল্যান্সিং ফর ফিউচার’ শীর্ষক প্রশিক্ষণে এক সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রোববার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদ্যমান ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘ফ্রিল্যান্সিং ফর ফিউচার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সফল ও বাস্তবায়ন করার লক্ষ্যে জেলার সাত উপজেলার নির্বাহী অফিসারদের নিয়ে দ্বিপাক্ষিক এক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আল মামুন, জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। গাইবান্ধায় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, এই সমঝোতা স্মারক গাইবান্ধা জেলায় ফ্রিল্যান্সিং খাতে একটি নতুন দিগন্তের সূচনা ও প্রযুক্তিনির্ভর যুবসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।