ePaper

খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস সোসাইটির নির্বাচনে মিলটন-তরিক পরিষদ বিজয়ী

শাহবাজ জামান, খুলনা

খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে মিলটন-তরিক পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছে। গতকাল সোমবার দুপুর আড়াইটায় নির্বাচন পরিচালনা কমিটি এই ফলাফল ঘোষণা করে। নির্বাচিত প্যানেলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), ভাইস চেয়ারম্যান মো. হেদায়েৎ হোসেন মোল্লা (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), সেক্রেটারি তরিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর, এখন টিভি), জয়েন্ট সেক্রেটারি এ এইচ এম শামীমুজ্জামান (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন (বাংলাবাজার পত্রিকা) এবং ডাইরেক্টর পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা সরোয়ার (দৈনিক প্রবর্তন), হাসান আহমেদ মোল্লা (দৈনিক খুলনাঞ্চল), রকিব উদ্দিন পান্নু (দৈনিক জন্মভূমি) ও বিমল সাহা (দৈনিক প্রবাহ)। উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি ৩০ আগস্টকে নির্বাচনের দিন ধার্য করেছিল। তফসিল অনুযায়ী ৩ আগস্ট দুপুর ১২টায় মিলটন-তরিক পরিষদ মনোনয়নপত্র জমা দেন। ১৮ আগস্ট নির্বাচনের পূর্বে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন চেয়ারম্যান মো. আবু সাঈদ, সদস্য সোহবার হোসেন ও আলমগীর হান্নান। নির্বাচনকে ঘিরে কোনো বিতর্ক বা অসঙ্গতি না থাকায় এলাকার সাংবাদিক সমাজ নির্বাচনকে স্বচ্ছ ও সফল বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *