গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মো. নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম, উৎখাত হয়েছে পতন হয়েছে কিন্তু নতুন দেশ এখনও গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। তাই আমরা গাইবান্ধা থেকেই শুরু করেছি কারন আমরা জানি গাইবান্ধায় পিছিয়ে পড়া মানুষ যারা অর্থনৈতিক বৈষম্যের স্বীকার, তাদের অধিকার এখনও আদায় হয়নি, তাদের কথা আমরা প্রথমে বলতে চেয়েছি। আমরা ৬৪ জেলায় পথযাত্রা করবো, ৬৪ জেলার মানুষের কথা জুলাই ইস্তেহার, জুলাই ঘোষণা পত্র আমরা সরকারের কাছ থেকে আদায় করবো। এই ঘোষণা পত্রে আপনার আমার অধিকারের কথা লেখা থাকবে আপনার আমার দায়িত্বের কথা লেখা থাকবে। আমরা যদি রাজপথে নামী ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো। জুলাই অভ্যুধানে যারা গুলি চালিয়ে ছিল, যারা হামলা করেছিল, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখন বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, ভারতে থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে দেশের বিরুদ্ধে। আমরা বলবো জুলাই গনহত্যাসহ গত ১৬ বছরে যত অপকর্ম হয়েছে, এই খুনি হাসিনা ও স্বৈরাচারী আওয়ামী দোসরদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও গাইবান্ধার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ।