মোঃ রাজন আহম্মেদ,ধামরাই (ঢাকা)প্রতিনিধি
আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন কোন ব্যক্তিকে নয়। দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে এদেশের মানুষ সকল মতভেদকে ভুলে যেয়ে তারা সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বারবার এদেশে আমাদের প্রিয় দল বিএনপিকে ক্ষমতায় এনেছে।
ঢাকার ধামরাইয়ে বিএনপির দলীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার চৌহাট ও আমতা ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসকল মন্তব্য করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
তিনি আরোও বলেন, ওয়ান ইলেভেনের সরকার তারেক রহমানের ওপর নির্যাতন চালিয়ে তার কোমর ভেঙে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। জুলাইয়ে তার-ই নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ তৈরি হয়েছে ।
এসময় তিনি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানিয়ে বলেন, দেশের মানুষ গত ১৮ বছর ভোট দিতে পারেনি। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আন্দোলনে জনগণ মাঠে নেমেছে।
মুরাদ বলেন, শিক্ষার্থীরা যখন কোটা বাতিলের জন্য আন্দোলনের ডাক দিয়েছিল জনগণ তখন তারেক রহমানের ডাকে হাসিনা পতন আন্দোলনে মাঠে নেমেছিল। জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে বলে মনে করেন তিনি।
ইউনিয়ন বিএনপি নেতা মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব্দলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক রহমান ফারুক, বিএনপি নেতা মাসুদ তালুকদার প্রমুখ।