ePaper

কোকো স্মৃতি সংসদ অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা

সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুরের  মধুখালী উপজেলার  নক গঠিত মধুখালী উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃদি সংসদ কমিটি , মধুখালী উপজেলার নবগঠিত ৪১ সদস্যোর পক্ষ  থেকে উপজেলার মধ্যে  ২০৫ জন গরীব  ও অসহায়  মানুষের  মাঝে বিভিন্ন আইটেমের  খাদ্যে ও  নগদ অর্খ বিতরন করা হবে।  এই লক্ষে শুক্রবার  কামারখালী বাজারে মধুখালী উপজেলা কমিটির  সভাপতি মনিরুজ্জামান মাসুদ  এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইখলাস খন্দকার  এর সঞ্চালনায় সভাপতির  নিজস্ব  ব্যবসায়ীক ঘরে  এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি  শিল্প বিষয়ক সম্পাদক ও বর্তমান বিএনপি কর্মী সমাবেশে আহবায়ক প্রার্থী  এবং সমাজসেবক  মৃধা বদিউজ্জামান বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম  প্রমুখ।  সবশেষে সবার জীবনে মঙ্গল কামানা এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্নার মাগফেরাত কামনা করে আলোচনা সভা শেষ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *