রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতবাড়িয়া ঘোষপাড়া সার্ব্বজনীন কালী মন্দিরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১শে এপ্রিল ২০২৫ খ্রি:, রোজ সোমবার বিকালে সাতবাড়িয়া ঘোষপাড়া সার্ব্বজনীন কালী মন্দির চত্বরে ঘোষপাড়া কালী মন্দিরের ভক্তবৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাতবাড়িয়া ঘোষপাড়ার মৃত কেষ্টপদ ঘোষের ছেলে অশোক ঘোষ কর্তৃক কালী মন্দিরের গাছ কাটার তীব্র নিন্দাসহ অশোক ঘোষের শাস্তি চাই জানিয়ে বক্তব্য প্রদান করেন। সাতবাড়িয়া ঘোষপাড়া সার্ব্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র ঘোষের নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ঘোষপাড়া সার্ব্বজনীন কালী মন্দির কমিটির ভক্তবৃন্দরা। উল্লেখ্য উক্ত মন্দিরের গাছ কাটা ও অন্যান্য বিষয় নিয়ে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেন মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র ঘোষ। এতে করে অশোক ঘোষ ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে দুলাল ঘোষকে ১৬ই এপ্রিল, রোজ বুধবার রাতে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে লোকজন নিয়ে মারপিট করে বিষয়টি উল্লেখ করে ১৭ ই এপ্রিল বৃহস্পতিবার দুলাল ঘোষ কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগও করেছেন।
Related News
কেশবপুরে সামাজিক বনায়নের উদ্দেশ্যে ব্র্যাকের গাছ বিতরণ
- Sahin Alom
- July 30, 2025
- 0
রাজীব চৌধুরী, কেশবপুর যশোর জেলার কেশবপুরে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির জেও-ক্রুজনেট প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে গাছ বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার […]

কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সন্মেলন অনুষ্ঠিত
- Sahin Alom
- April 13, 2025
- 0
রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার যুব বিভাগের উদ্যোগে যুব সন্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কেশবপুর পাবলিক ময়দানে উক্ত […]

কেশবপুরে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- Sahin Alom
- July 22, 2025
- 0
রাজীব চৌধুরী, কেশবপুর পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং […]