ePaper

কেশবপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

রাজীব চৌধুরী, কেশবপুর

শারদীয় দুর্গাপূজার নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে যশোর-৬, কেশবপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ (সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি) রোববার কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। পূজা মন্দির পরিদর্শনের পাশাপাশি তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পরিদর্শনকৃত মন্দিরগুলোতে পূজা উদযাপনের জন্য তিনি নগদ অর্থও প্রদান করেন। এসময় তিনি সার্বিক সহযোগীতার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য উৎসাহিত করেন। কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় এর সময় বলেন আমি যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন থেকে নির্বাচন করতে চাই। এজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি আরও বলেন আমি আপনাদের একজন শুভাকাঙ্খী হিসেবে সুখে- দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। পূজা মন্দির পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জাহাঙ্গীর কবীর মিন্টু, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামছুল আলম বুলবুল, কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, বিএনপি নেতা মল্লিক মাহাবুর রহমান প্রমুখ। এছাড়া তার সাথে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *