রাজীব চৌধুরী, কেশবপুর
যশোর জেলার কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত হয়েছে ১ জন। এ ঘটনায় সাতবাড়িয়া ঘোষপাড়ার মৃত কেষ্টপদ ঘোষের পুত্র আহত উত্তম ঘোষ বাদী হয়ে মৃত কেষ্ট পদ ঘোষের পুত্র অশোক ঘোষ ও তার পুত্র বাবু ঘোষের নামে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায় কেশবপুর উপজেলার সাতবাড়িয়া মৌজায় উত্তম ঘোষের ক্রয়কৃত ২৯ শতক জমির মধ্যে ৭ শতক জমি উত্তম ঘোষের অজান্তে রেকর্ড করে নেয় অশোক ঘোষ। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলতেছিল। তারই ধারাবাহিকতায় ১৩ই সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় অশোক ঘোষ ও তার পুত্র বাবু ঘোষ উত্তম ঘোষের বাড়িতে এসে গালিগালাজ করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে অশোক ঘোষ লাঠি দিয়ে উত্তম ঘোষের মাথায় আঘাত করে থাকে এতে উত্তম ঘোষের মাথা ফেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে বাবু ঘোষ যখন দা নিয়ে উত্তম ঘোষের দিকে এগিয়ে যায় তখন তাদের চিৎকারে লোকজন ছুটে এসে উত্তম ঘোষকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসা নিয়ে উত্তম ঘোষ বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছে। এ ঘটনায় উত্তম ঘোষ বলেন আমার উপর হামলার ঘটনায় আমি এর সুষ্ঠ বিচার চাই। অশোক ঘোষ ও বাবু ঘোষের মোবাইলে কল করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে কেশবপুর থানাধীন ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ(আই. সি.) মো. মেহেদী হাসান বলেন অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
