হামিদুল্লাহ সরকার, নীলফামারী
বিলুপ্ত সিটমহলের হাজার হাজার মানুষ এখন সরকারি সুবিধা পাচ্ছে দেখছে আলোর মুখ। সরজমিনে গিয়ে বিলুপ্ত সিটমহলে জানা যায় বর্তমান পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নের কোট ভাইজনি ও হাজীর হাট সহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এখন সরকারি সুবিধা পাচ্ছে দেখছে তারা আলোর মুখ। বিগত দিনে যখন এ এলাকা গুলো সিটমহল ছিল তখন ছিল না এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না চিকিৎসার জন্য ক্লিনিক ছিল না আইন-শৃঙ্খলা এখানে বাহিরের উপজেলা থেকে লোককে হত্যা করে রাতে রেখে যেতো হত্যাকারীরা না হতো কোন বিচার। ছিট মহল বিলুপ্ত হয় গত ১৫ সালে সে সময় থেকে গড়ে উঠেছে এলাকায় ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ক্লিনিক কোট ভাঁজনি এলাকার মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার জানান আমরা নয় ভাই সাড়ে দশ বিঘা জমি এখানে থানা করার জন্য লিখে দিয়েছি। বর্তমানে এখানে আইন শৃঙ্খলা ভালো আছে। চুরি ডাকাতি সহ নানা কুকর্ম হয় না। এলাকার মানুষজন খুব সাদা সরল ভাবে চলে। এলাকার বৃদ্ধ হাসিবুর রহমান জানান এখন লেখাপড়া স্বাস্থ্য সেবা সরকারী নানা সুবিধা পাচ্ছি। আগে আমাদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তাই ধনাঢ্য ব্যক্তিরা সিটমহলের বাইরে গিয়ে লেখাপড়া শিখত। গরিব মানুষ আমরা সেসময় এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় লেখাপড়া শিখতে পারি নাই। বর্তমানে আমাদের এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন গরিব ধনী সবার ছেলে-মেয়ে লেখাপড়া করছে পাচ্ছি আমরা স্বাস্থ্য সেবা আমাদের রাস্তাঘাটের উন্নতি হয়েছে। ডোমার চিলেহাটি সড়ক থেকে একটি পাকা রাস্তা পশ্চিম দিকে এসেছে আমাদের এলাকায় তাই আমরা এখন এই রাস্তা দিয়ে সহজে দেশের বিভিন্ন জায়গায় যাই। এলাকার চেয়ারম্যান আজিজুল হক সরকার খুব ভালো মানুষ। সে এলাকার উন্নয়ন করেছে হাজিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান এ এলাকায় এখন এগারটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমাদের স্কুলে প্রায় ২৭০ জন শিক্ষার্থী আছে। তবে এমপিও ভুক্ত না হওয়ায় আমরা কষ্টে আছ।
