নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলিতে রাতে আধারে কে বা কারা একটি পোলট্রি ফার্মে কীটনাশক দিয়ে প্রায় দেড় হাজার মুরগি মারার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফার্মের মালিক মুন্না হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়ায় মুন্না পোলট্রি ফার্মের এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, মুন্না কয়েক বছর ধরে একটি পোলট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তার খামারে বিষ প্রয়োগ করে প্রায় এক হাজার ৫০০ মুরগি মেরে ফেলেছে কে বা কারা। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। খামারি মুন্না জানান, রাতের আধারে কে বা কাহারা আমার মুরগির খামারে কীটনাশক দিয়ে প্রায় এক হাজার ৫০০ মুরগি মেরে ফেলেছে। এতে আমার লাখ টাকা ওপর ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। যারা এ কাজে জড়িত তাদের আইনের আওতায় আনে শাস্তি দেওয়া হোক এবং আমার ক্ষতি পুষিয়ে দেওয়া হোক। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া জানান, মুরগির ফার্মে কীটনাশক দেওয়ার ঘটনায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।