বুরহান খান, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে অবশেষে মাঠে নেমেছে প্রশাসন। জেলা প্রশাসন, পুলিশ ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথম ধাপে পৌরসভার সীমান্ত এলাকায় বাইরের ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা নিয়ন্ত্রণে ১৩টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে শহরের গাইটাল শিক্ষকপল্লী সীমান্ত মসজিদ এলাকায় হোল্ডিং ফলক স্থাপনের মাধ্যমে উদ্যোগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনেরা। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “শহরবাসীকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।” পরে জেলা প্রশাসক শহরের গৌরাঙ্গবাজার এলাকায় যানবাহন ও ফুটপাত দখল পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় ফুটপাত দখল করে বসা হকারদের ফুটপাত ছাড়ার নির্দেশ দেন তিনি। হকাররা পুনর্বাসনের দাবিও জানান।
