ePaper

কিশোরগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের জুলাই পদযাত্রা

কিশোরগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শনিবার কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতারা সন্ধ্যায় কিশোরগঞ্জে এসে পৌঁছেন। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সংক্ষিপ্ত জমায়েতের মাধ্যমে পদযাত্রা শুরু হয়ে পুরান থানায় গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রাতে এনসিপি নেতৃবৃন্দ কিশোরগঞ্জ সার্কিট হাউসে জুলাই গণ-আন্দোলনে শহীদদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে এনসিপির কর্মসূচি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশ শুরুর আগে কিশোরগঞ্জ জেলা শহরের সড়ক বন্ধ করে দেওয়া হয়। সমাবেশে বিভিন্ন স্থানে থেকে মিছিল নিয়ে আসেন সংগঠনের কর্মীরা। কিশোরগঞ্জের পদযাত্রা কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে বিকাল থেকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতা-কর্মীরা পুরান থানা এলাকায় এসে জড়ো হন। এ সময় তাঁদের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল। এনসিপির নেতাদের কিশোরগঞ্জে স্বাগত জানিয়ে শহরে একাধিক তোরণের পাশাপাশি ব্যানার টাঙানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন জানান, পদযাত্রাটি সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *