ePaper

কাশিমপুরে প্রতারণা ও অন্যান্য মামলায় ৬ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ

ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর

গাজীপুর মহানগরের কাশিমপুরে জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগে দেলোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। পুলিশ জানায়, মহানগরের কাশিমপুর ৩ নং ওয়ার্ডের লালদীঘি মাদ্রাসা এলাকায় একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে জয়দেবপুরের রাজবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত দেলোয়ার হোসেন কাশিমপুরের ৬ নং ওয়ার্ডের জরুন এলাকার ওহাব মির্জার ছেলে। তিনি তার স্ত্রী এবং এক সহযোগী নিয়ে ভুক্তভোগী স্বপনের কাছ থেকে মোট ৭০ লাখ টাকা গ্রহণ করেন। প্রথমে বায়নাপত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা নেন এবং পরবর্তীতে অবশিষ্ট ৪০ লাখ টাকা বুঝে নিয়েও প্রতারণার মাধ্যমে দেলোয়ার হোসেনের নেমে থাকা জমি তার স্ত্রীর দ্বারা দলিল সম্পাদন করে দেন। অভিযোগে উল্লেখ করা হয়, স্বপনের নামে দলিল সম্পাদনের পূর্বেই দেলোয়ারের স্ত্রী হাসিনা আক্তার একই জমি তার স্বামী দেলোয়ার হোসেনের নামে দলিল সম্পাদন করে দেন। এতে প্রতারণার মাধ্যমে স্বপনের কাছ থেকে ৭০০০০০০ লক্ষ্য টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী স্বপন সরকার কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাসিনা আক্তার, তার স্বামী দেলোয়ার হোসেন এবং তাদের সহযোগী বাবুর বিরুদ্ধে প্রতারণা মামলা রুজু করা হয়। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “একই জমি দুইজনের কাছে বিক্রির অভিযোগে হাসিনা আক্তার, দেলোয়ার হোসেন ও বাবুর নামে মামলা হয়েছে। এরই মধ্যে দেলোয়ার হোসেন এবং অন্যান্য মামলায় ৫ জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *