ePaper

কারিশমার সংসারে অশান্তি পাকান প্রিয়া, পরিবারের বাধা মানেননি সঞ্জয়ও

বিনোদন ডেস্ক

স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর আলোচনায় বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। সঞ্জয়ের বিপুল সম্পত্তি নিয়ে তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুর এবং অভিনেত্রীর দুই সন্তানের মাঝে চলছে আইনি লড়াই। এর মধ্যেই প্রয়াত সঞ্জয়ের বোন মন্দিরা কাপুর তাদের পারিবারিক বিরোধ নিয়ে মুখ খুললেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্দিরা জানান, সঞ্জয়ের তৃতীয় বিয়েতে তাদের পুরো পরিবারের ঘোর আপত্তি ছিল এবং কারিশমা এই ধরনের অপমানের যোগ্য ছিল না। মন্দিরা বলেন, ‘কারিশমা এই অপমান পাওয়ার যোগ্য ছিল না। করিশমাও এই বিয়ে টিকিয়ে রাখার জন্য খুব চেষ্টা করেছিল।’মন্দিরার অভিযোগ, যখন সঞ্জয় ও কারিশমার সম্পর্ক ভালো চলছিল। যখন তাদের দ্বিতীয় সন্তান কিয়ানের জন্ম হয়েছে, ঠিক সেই সময়ে প্রিয়ার আগমন ধটে; যা একটি পরিবার ভাঙার জন্য যথেষ্ট ছিল। মন্দিরা বলেন, ‘অন্তত এমন সময়ে অন্য এক নারীর উচিত ছিল না, সদ্য সন্তানের জন্ম হওয়া একটি সংসারে অশান্তি তৈরি করা। এটা খারাপ রুচির পরিচায়ক, তা প্রিয়া বুঝিয়েছেন।’

মন্দিরা আরও জানান, তাদের প্রয়াত বাবাও সঞ্জয়ের এই সম্পর্ক মেনে নেননি। তিনি বলেছিলেন, সঞ্জয় যেন প্রিয়াকে কখনো বিয়ে না করে। বাবা আরও বলেছিলেন, তিনি কোনোদিন প্রিয়ার মুখ দেখতে চান না। এমনকি তাদের কোনো সন্তানও চান না। বাবার আপত্তির কারণে মন্দিরা ও তার আরেক বোন ২০১৭ সালে সঞ্জয় ও প্রিয়ার বিয়েতে যোগ দেননি। মন্দিরা এই কঠিন সময়ে কারিশমার পাশে থাকতে না পারার জন্যও দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান—সামাইরা ও কিয়ান। ২০১৭ সালে সঞ্জয় প্রিয়া সচদেবকে বিয়ে করেন। চলতি বছরের জুনে মারা যান সঞ্জয় কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *