ePaper

কামারখালী সরকারি আব্দুর রউফ কলেজের একাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত

Exif_JPEG_420

মো. সহিদুল ইসলাম,মধুখালী

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সরকারি আব্দুর রউফ কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় কলেজ ছাত্র-শিক্ষক মিলনায়তনে ক্যাম্পাসের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নবীন-বরণ অনুষ্ঠানের সভাপতি মারুফা শারমীন নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, স্কুলের সংকীর্ণ আবদ্ধ পরিসর, বাঁধাধরা নিয়মবিধির থেকে কলেজের পরিসর অতি উদার। তোমরা এখানে একজন পূর্ণ মানুষের স্বীকৃতিতেই আত্ননির্মাণ ও আত্নবিকাশে সক্ষম হতে পারবে। এই শিক্ষায়তেনের উন্মুক্ত অঙ্গনে তোমরা জীবন বিকাশে সক্ষম হবে, সফল হবে এটাই কামনা করি। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে তোমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারুফা শারমীন এর সভাপতিত্বে ও প্রভাষক কামরুজ্জামান এর সঞ্চালনায় কলেজের পক্ষ থেকে একাদশ ছাত্র—ছাত্রীদের দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা  এক গুচ্ছ রজনী গন্ধ ফুল দিয়ে বরন ও প্রভাষকগনের পরিচয় শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন প্রভাষকদের কমিটির আহবায়ক প্রভাষক হাফিজুর রহমান, উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রী ভর্তি কমিটির আহবায়ক এম কলিমুল্লাহ, প্রভাষক সেলিনা বেগম, প্রভাষক কাজী আমিনুল ইসলাম, প্রভাষক এনামূল শিকদার, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক অভিজিৎ বিশ্বাস প্রভাষক মুজাহিদ হাসান, কলেজে এইচ.এস.সি -২৫ পরীক্ষার্থী এবং কলেজ ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মিঠু শেখ, সাধারন সম্পাদক সাজিদ মৃধা, কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে লামিসা ইয়াসমিন, বায়জিদ শেখ, আব্দুল আজিজ, নবাগত একাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রী জান্নাতুল ফেরদৌস, অনিক, রিফাত মাহমুদ, শাপলা বিশ্বাস প্রমুখ। ছাত্রÑছাত্রীদেও সকলের পরিপূর্ন মানুষ হওয়ার গঠনমূলক বক্তব্য বক্তরা পেশ করেন। ২০২৫-২০২৬ইং সনের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী ছাড়াও প্রতিষ্ঠানটির প্রভাষকগন-কর্মকর্তা, কর্মচারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে ছাত্র-ছাত্রী এবং প্রভাষকগন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মিস্টি মুখ করে সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *