সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি বীজ সংরক্ষণাগারে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির প্রমূখ।