ePaper

কলাপাড়ায় হেতালবাড়িয়া খালের অস্তিত্ব সংকট, কৃষিজমি অনাবাদি থাকার শঙ্কা

সৌমিত্র সুমন, পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি:পলি জমে থাকা, দখল ও দূষণের কারণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের হেতালবাড়িয়া খাল ভরাট হয়ে গেছে। এতে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, ফলে শুষ্ক মৌসুমে হাজারো কৃষকের জমি অনাবাদি থাকছে। দ্রুত খালটি খনন করে পানি প্রবাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কৃষকদের ভাষ্যমতে, এক সময় আরপাঙ্গাশিয়া নদীর শাখা থেকে উৎপন্ন হেতালবাড়িয়া খালে পণ্যবাহী ট্রলার ও নৌকা চলাচল করত। তারা শীতকালীন সবজি চাষের জন্য খালের পানি ব্যবহার করতেন। বর্তমানে দখল ও দূষণের কারণে খালটি প্রায় অস্তিত্ব হারাতে বসেছে। রজপাড়া হেতালবাড়িয়া স্লুইজ সংলগ্ন প্রধান ফটকে পলি জমে বড় স্তূপ তৈরি হয়েছে, ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া, খালটি দখল করে গড়ে তোলা হয়েছে ছোট ছোট স্থাপনা। পানির স্বল্পতায় প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খালটির অর্ধেক এখন মৃত। শুধু হেতালবাড়িয়া নয়, এই খালের সঙ্গে যুক্ত জীন খাল, মৌশার খাল ও স্বনির্ভর খালসহ পাঁচটি শাখা খালও মৃতপ্রায় হয়ে পড়েছে। ফলে রজপাড়া ও পশ্চিম বাদুরতলী গ্রামের কৃষকরা শীত মৌসুমে মিঠা পানির অভাবে জমি চাষ করতে পারছেন না। এ বিষয়ে এক কৃষক বলেন, “বৃষ্টির পানি জমে ধানের বীজ নষ্ট হয়ে যায়, কারণ খাল শুকিয়ে যাওয়ায় পানি নামতে পারে না। ফলে অনেক জমি অনাবাদি থেকে যায়।”কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, “হেতালবাড়িয়া খালের বিষয়টি উপজেলা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। দখল হওয়া অংশ উদ্ধারে উচ্ছেদ অভিযান এবং খননের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। তাং:১৮/০২/২০২৫। কলাপাড়া পটুয়াখালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *