মো. তাসলিম উদ্দিন, (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
ঐক্যের কোনো বিকল্প নাই। বিএনপি ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করেছে। আগামী নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব বিএনপির বলে মন্তব্য করছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টায় মুক্তমঞ্চে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘তারেক রহমান তার প্রতিটি বক্তৃতায় এখনো বলেন ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্রকারীরাও থেমে নাই। তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে একসাথে লড়াই করতে হবে। আগামী নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে চুন্টা ইউনিয়ন বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে। রুমিন ফারহানা বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে বৈঠক থেকে আমরা যে বার্তা পেয়েছি, আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সকলের ভোট দেয়ার মতো একটি নির্বাচন হবে।’ তিনি বলেন, গত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি ফ্যাসিবাদ আওয়ামী সরকার দেশে গুম, খুন, হত্যা চালিয়েছে, লুটপাট করে গেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ১৭ বছর নির্বাসিত। সারাদেশে বহু নেতাকর্মী জেল খেটেছেন, জীবন দিয়েছেন দলের জন্য। বিএনপি জনগণের দল প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি দেশের জন্য কাজ করেছে, দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেন, আগামীতে সরকার ক্ষমতায় গেলে আমি যদি এমপি হতে পারি এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখব। রাস্তাঘাট করব, সরাইল গ্যাসের বাড়ি সরাইলে গ্যাস নেই, চুন্টা, পাকশিমুল, অরুয়াইলে গ্যাসের ব্যবস্থা করব। আমি বেকার ছেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমি সারা বাংলাদেশ বিএনপির কাজে গিয়েছি কোথাও রাস্তাঘাটের এমন দুর্দশা দেখিনি। বিগত সরকার এখানে কোন উন্নয়ন করেনি। আপনারা বিএনপিকে ভোট দেন। আমি ওয়াদা করছি বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের উন্নয়ন হবে। চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এ. বি. এম. মোমিন্লু হক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।