ePaper

এস.এস.সি ফলাফল-২০২৫ মধুখালী উপজেলার মধ্যে জেনারেল শাখায় তৃতীয় এবং কারিগরী শাখায় প্রথম হলেন কামারখালী উচ্চ বিদ্যালয়

মধুখালী প্রতিনিধি

সারা দেশের ন্যায় ১০ই জুলাই এস.এস.সি -২০২৫ ইং সনের ফলাফল প্রকাশিত হলো তারই আলোকে ফরিদপুরের মধুখালী উপজেলার ৩৮টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে এবার এস এস সি-২০২৫ পরীক্ষার রেজাল্টে তৃতীয় স্থান অধিকার করেছেন কামারখালী উচ্চ বিদ্যালয়। ভালো রেজাল্ট করার জন্য যাদের অবদান অপরিসীম তারা হলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন ও শিক্ষিক-শিক্ষিকামন্ডলী। অক্লান্ত পরিশ্রমে ধারাবাহিকভাবে অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সুদক্ষ পরিচালনায় এবং সর্বপরি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে কামারখালী উচ্চ বিদ্যালয়। জানা যায় এবার-২০২৫ ইং সনে কামারখালী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থী ছিল ১১০জন এর মধ্যে পাশ করেছে ৭৭জন, জিপি-এ ৫ পেয়েছে ৫জন। পাশের হার -৭০%।  মধুখালী উপজেলার মধ্যে জেনারেল শাখায় তৃতীয় স্থান অধিকার করেছে। এ ছাড়া বিজ্ঞান শাখায় ১৩০০নাম্বারের মধ্যে ১১৯৭ পেয়ে উপজেলার মধ্যে ২য় স্থান লাভ করেছে প্রিয়াংকা রুদ্র। আর কারিগরি শাখায় এবার ৪৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪জন। পাশের হার ৯৩.৪৮%। তবে মধুখালী উপজেলার মধ্যে কারিগরি ১ম স্থান অধিকার করেছে। পরিশেষে জানা যায় আগামী ২০২৬ইং সনে এস.এস.সি কারিগরি পরীক্ষায় ১ম স্থান অধিকার করতে পারায় এই প্রত্যাশা নিয়ে শ্রেনী কক্ষের সকল শিক্ষক মন্ডলী নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন এই আশা কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন ব্যক্ত করেন ও সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। পরিশেষে শিক্ষা অফিসের মাধ্যমে জানা যায় জেনারেল শাখায় উপজেলার ৩৮টি স্কুলের মধ্যে পরীক্ষার্থী ২৩৪৬জন। এর মধ্যে কৃতকার্য ১০৯৩জন, অকৃতকার্য ১২৫৩জন, পাশের হার ৪৬.৫৯%, ফেলের হার ৫৩.৪১%। আর জিপিএ-৫ পেয়েছে সব স্কুল মিলে ৫৮জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *