ePaper

এলপিজি ব্যবসায় কে অ্যান্ড কিউ বাংলাদেশের যাত্রা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ‘দক্ষিণপাড়া ধামরাইল ইউনিট’ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ ইউনিটের মাধ্যমে কোম্পানিটি খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই ইউনিটের মাধ্যমে কোম্পানির ব্যবসা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাবে। প্রকৌশল ব্যবসার কোম্পানি হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও এখন কোম্পানিটি তাদের ব্যবসা বস্ত্র ও জ্বালানি খাতে সম্প্রসারণ করেছে।ছোট মূলধনী কোম্পানিটি ধারাবাহিকভাবে ব্যবসায় মুনাফা দেখিয়ে আসছে। বিনিয়োগকারীদেরও নামমাত্র লভ্যাংশ দিয়ে বিনিয়োগ ধরে রাখছে। কোম্পানির মোট মালিকানার মধ্যে প্রায় ৫০ শতাংশই সাধারণ বিনিয়োগকারীদের অংশ। এদিকে, টানা দুই মাস ধরে কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। গত ৮ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ১৯৮ টাকা ৬০ পয়সা। সোমবার (১ সেপ্টেম্বর) লেনদেন শেষে যা বেড়ে হয়েছে ৩৮২ টাকা ৭০ পয়সা। আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৮৪ টাকা ১০ পয়সা বা প্রায় ৯৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *