ePaper

এবার শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সুপ্রিম কোর্টকে নিম্ন আদালতের রায় বাতিল করার জন্য অনুরোধ করেছেন। নিম্ন আদালতের ওই রায়ে অনেক দেশের ওপর তার পাল্টা শুল্ক আরোপকে অবৈধ বলে উল্লেখ করা হয়েছে।স্থানীয় সময় বুধবার রাতে দায়ের করা একটি আবেদনে ট্রাম্প প্রশাসন বিচারপতিদের দ্রুত হস্তক্ষেপ করে রায় দেওয়ার কথা বলেছে। বিভিন্ন দেশের ওপর এই ধরনের আমদানি কর আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে– এই রায় চাওয়া হয়েছে আবেদনে।মূলত ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে গিয়ে প্রেসিডেন্টের জরুরি অর্থনতিক অবস্থা সংক্রান্ত ক্ষমতার অপব্যবহার করেছেন বলে গত শুক্রবার রায় দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত।শুল্ক আরোপ প্রেসিডেন্টের ক্ষমতার আওতায় পড়ে না এবং এটি মূলত ‘কংগ্রেসের ক্ষমতা’ বলেও রায় দেওয়া হয়।মামলাটি ট্রাম্পের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির এজেন্ডাকে উল্টে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রকে বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক ফেরত দিতে বাধ্য করতে পারে। আপিল আদালত প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিলেও ট্রাম্প প্রশাসনকে আপিল দায়েরের জন্য সময় দিয়েছে এবং এর ফলে আদালতের সিদ্ধান্ত কার্যকর হওয়া স্থগিত রাখা হয়েছে।আপিল আবেদন করার সময় সলিসিটর জেনারেল (মার্কিন সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই ও এ সংক্রান্ত পরামর্শ দেওয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) জন সাওয়ার বুধবার রাতে আবেদন দাখিলের সময় বলেন, “এই মামলায় ঝুঁকি এর বেশি আর হতে পারে না।”তিনি লিখেছেন, নিম্ন আদালতের “ভুল সিদ্ধান্ত অত্যন্ত প্রভাবশালী, সংবেদনশীল, চলমান কূটনৈতিক বাণিজ্য আলোচনাকে ব্যাহত করেছে এবং একটি অভূতপূর্ব অর্থনৈতিক ও বৈদেশিক নীতি সংকট রোধ করে আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের প্রচেষ্টার ওপর আইনি অনিশ্চয়তার ছাপ ফেলেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *