ePaper

এনসিপি নেতা মাহিন সরকার সড়ক দুর্ঘটনার শিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

মাহিন সরকার লিখেছেন, সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে রাত পৌনে ১২টা নাগাদ মহাখালী কলেরা হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রাইভেটকারে ফেরার পথে প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সি নামক পরিবহন সংস্থার একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৭-০৮০২) একেবারে অপ্রত্যাশিতভাবে ধাক্কা মারে। এতে গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও লিখেছেন, আমার স্ত্রী ট্রমাটাইজড হয়ে গেছেন এই ঘটনায়। ট্রাক ড্রাইভারকে স্থানীয় জনতার সহায়তা নিয়ে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *