ePaper

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ইরানে মার্কিন হামলা ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটটি বলছে, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা সাম্রাজ্যবাদের যুদ্ধনীতির অংশ। অতীতে আরব বিশ্বের বিভিন্ন দেশে হামলা চালিয়ে তারা শুধু জনগণকে হত্যা করেনি, গোটা দেশকেই ধ্বংস করেছে। অস্ত্র বিক্রি ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব যুদ্ধ চালানো হচ্ছে।

সোমবার (২৩ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ক্ষুধার্ত মানুষ খাদ্য সংগ্রহ করতে গেলে ইসরায়েল নির্দ্বিধায় নারী-শিশুদের হত্যা করছে। এ হত্যাযজ্ঞ মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে পরিচালিত হচ্ছে। এ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে একসাথে রুখে দাঁড়াতে হবে।

তারা বলেন, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এখনো বাংলাদেশ কোনো জোরালো অবস্থান নেয়নি। এটি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। সরকারকে অবিলম্বে একটি শক্ত অবস্থান নিতে হবে।

নেতারা দাবি জানিয়ে বলেন, সাম্রাজ্যবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সাধারণ গরিব মানুষ এ যুদ্ধের প্রধান ভুক্তভোগী। এ বাস্তবতা বিশ্ব বিবেককে নাড়া দেওয়া উচিত।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুস সাত্তার এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *