ePaper

আলফাডাঙ্গায় কৃষকদের মাঝে মাষকালাই বীজ ও সার বিতরণ

রোকসানা পারভিন (ফরিদপুর) আলফাডাঙ্গা

ফরিদপুরে আলফাডাঙ্গায় বিনামূল্যে কৃষকদের মাঝে মাষকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের খবির-২ মৌসুমে মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রঙ্গণে তালিকাভূক্ত উপজেলার ছয়ইউনিয়ন ও একটি পৌরসভার ২০০ জন কৃষকের মাঝে ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি সার ও ৫ কেজি মাষকলাই বীজ বিতরণ করা হয়। আলফাডাঙ্গা কৃষি অফিসার তুষার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। এসময় উপসহকারী কৃষি অফিসার নাহিদ আলী মীরসহ অফিসের কর্মচারী ও কর্মচারীসহ তালিকাভূক্ত কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার তুষার সাহা জানান, তালিকাভূক্ত কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আশা রাখি এ অঞ্চলে মাষকলাই উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাবে। আলফাডাঙ্গা প্রন্তিক কৃষকরা উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *