ePaper

আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন : রাশমিকা

বিনোদন ডেস্ক

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। যদিও কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে সে গুঞ্জনই সত্যি হল। অবশেষে বাগদান সারলেন রাশমিকা-বিজয়। শীঘ্রই বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন এই তারকা যুগল।

শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রাশমিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে অনেকে মনে করেন বিষয়টি গুজব। তবে শনিবার বিজয় দেবেরাকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয়, এটি গুজব নয়; সত্যিই বাগদান সেরেছেন তারা। গত ৩ অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে হতে চলেছে।

যদিও সম্পর্কের পরিণতি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন দুজনেই। রাশমিকা বা বিজয় কেউই সামাজিক মাধ্যমে এ নিয়ে কোনো পোস্ট করেননি। তবে তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, সবকিছু খুব ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের আয়োজনও হবে আড়ম্বরপূর্ণ কিন্তু ব্যক্তিগত পরিসরে।

অনুরাগীরা যখন অধীর আগ্রহে এই জুটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণার বা বাগদানের ছবি দেখার জন্য অপেক্ষা করছে, ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় এলেন রাশমিকা। বাগদানের গুঞ্জনের পর রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম পোস্টটি করেন। তবে অনুরাগীদের সব জল্পনা কল্পনাকে এড়িয়ে গিয়ে তিনি একটি অপ্রত্যাশিত ঘোষণা করেন। ব্যক্তিগত জীবনের কোনো নতুন খবর দেওয়া বা গুজব নিশ্চিত করার বদলে, তিনি তার আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজার প্রকাশ করেন।

এ সময় রাশমিকা তার পোস্টে লেখেন, ‘আমি জানি আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন এবং অবশেষে এটি আসছে ৭ই নভেম্বর, ২০২৫-এ। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় এবং মালয়ালম ভাষায়।’

এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী স্পষ্ট করে দিলেন যে তার মনোযোগ আপাতত ব্যক্তিগত জীবনের জল্পনার চেয়ে ক্যারিয়ারের দিকেই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *