ePaper

‘অহংকারী’ রেফারির আচরণে ক্ষুব্ধ বার্সা

স্পোর্টস ডেস্ক

লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার ১১ ম্যাচের জয়যাত্রা থামল গতকাল (রোববার)। রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরে গেলেও ম্যাচের পুরোটা সময় তাদের আধিপত্য ছিল। কিন্তু ভাগ্য সহায় না থাকায় ম্যাচটিতে পরাজয় বরণ করে নিতে হয়েছে। বার্সা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং রেফারি জেসুস গিল মানজানোর ‘অহংকারী’ আচরণ নিয়ে কথা বলেছেন। প্রথমার্ধে অফসাইডের কারণে লামিনে ইয়ামালের গোল বাতিলের সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। নির্বাচিত খেলোয়াড় হিসেবে রেফারি মানজানোর সঙ্গে কথা বলার অধিকার ছিল কেবল অধিনায়কের। সেই ক্ষমতাবলে তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ডি ইয়ং। কিন্তু রেফারির অবজ্ঞাপূর্ণ আচরণে হতাশ তিনি।

ম্যাচ শেষে ডি ইয়ং বলেছেন, ‘অফসাইড দেওয়া হয়েছিল এটা, অফসাইড। আমি দেখিনি, কিন্তু তারা বলেছিল এটা অফসাইড ছিল না। কিন্তু আমি যেটা বলতে চাই, রেফারির সঙ্গে কথাও বলা যাচ্ছিল না। আমি একদমই বুঝতে পারলাম না ব্যাপারটা। আমি তো অধিনায়ক।’ রেফারির আচরণ নিয়ে তিনি বলে গেলেন, ‘আমি তার সঙ্গে কথা বলতে চেষ্টা করছিলাম, সে এমন চেহারা করে তাকাল যেন আমার চেয়ে ভালো বোঝে। এটা খুবই হতাশার। বিশ্বাসই করা যায় না।’যোগ করা সময় নিয়েও প্রশ্ন তুলেছেন ডি ইয়ং। তার কথা, যোগ করা সময়ের নবম মিনিট শেষ হতেই ফুলটাইমের বাঁশি বাজান রেফারি। এই ডাচ ফুটবলার বললেন, ‘যোগ করা সমেয় আমি রেফারিকে সময় দেখতে বলছিলাম, (সোসিয়েদাদ) থ্রো ইনে, গোল কিকে মিনিটখানেক সময় নিচ্ছিল, সেটা স্বাভাবিক। কিন্তু যোগ করা সময়ের সঙ্গে আরও ১০ সেকেন্ড না বাড়ানোটা অস্বাভাবিক। আমি রেফারিকে এই বিষয়ে বলেছিলাম, তিনি আমাকে কার্ড দেখালেন। এই রেফারির সঙ্গে তো কথাই বলা যায় না।’বার্সা কোচ হ্যান্সি ফ্লিক সাধারণত রেফারির সমালোচনা করেন না। তবে ডি ইয়ংয়ের মন্তব্যে সমর্থন জানালেন, ‘ফ্রেঙ্কির কথা আমি শুনেছি, সে ঠিক বলেছে। কিন্তু আমি এই লোকটার (রেফারি) পেছনে শক্তি খরচ করতে চাই না। টেলিভিশনে এবং স্টেডিয়ামে সবারই তার পারফরম্যান্স দেখেছে। আমাদের এটা মেনে নিতে হবে, এমনই।’মানজানোর আচরণে দাম্ভিকতা ছিল কি না জানতে চাইলে জার্মান কোচ বললেন, ‘সবাই জানে বিষয়টা। রেফারিদের নিয়ে আমি সবসময় ভালো কথা বলি কারণ লা লিগায় আমাদের ভালো রেফারি আছে। কিন্তু ফ্রেঙ্কি ঠিক। এটা সুন্দর ছিল না, কিন্তু ঠিক আছে।’ ম্যাচে বার্সার শট চারবার ক্রসবারে লেগেছে। তিনটি গোল বাতিল হয়েছে, দুটি অফসাইডে, আরেকটি বিল্ডআপের সময় ফাউলে। স্লাভিয়া প্রাগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে এমন ফলে হতাশ কোচ, ‘আমি খুশি নই। আমি হতাশ কারণ আমরা হেরে গেছি। কিন্তু যেভাবে আমরা খেললাম, এভাবেই খেলতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *