বিনোদন ডেস্ক
ভারতের টেলি অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের পরিবারে নেমে এসেছে উদ্বেগের ছায়া। বাড়ির গৃহপরিচারিকার কন্যা এবং তার এক বান্ধবী হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পুলিশের দ্বারস্থ হতে হয়েছে অভিনেত্রীকে। গত ৩১ জুলাই সকাল ১০টা থেকে দুই কিশোরীর কোনো খোঁজ নেই বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে অঙ্কিতা জানিয়েছেন, গৃহপরিচারিকার কান্তার মেয়ে সালোনি ও তার বান্ধবী নেহাকে শেষবার দেখা যায় মুম্বাইয়ের ভাকোলা এলাকায়। এরপর থেকেই নিখোঁজ তারা। ইতোমধ্যেই মালবনি থানায় বিষয়টি নিয়ে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী। পোস্টে অঙ্কিতা লিখেছেন, ‘খুব জরুরি। সালোনি ও নেহা ৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ। শেষ দেখা গিয়েছিল ভাকোলা অঞ্চলে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ওরা শুধু আমাদের বাড়ির নয়, আমাদের পরিবারেরই অংশ। সবাইকে অনুরোধ করছি দয়া করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন। যদি কেউ ওদের সম্পর্কে কোনও তথ্য পান, সঙ্গে সঙ্গে থানায় জানান।’তিনি আরও জানান, পরিবারের এই সদস্যদের ফিরে পেতে সমস্তরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। পাশাপাশি, মুম্বাই পুলিশ ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন অভিনেত্রী। অঙ্কিতার স্বামী ভিকি জৈনও একই আহ্বান জানিয়েছেন সামাজিক মাধ্যমে। দুজনেই চাচ্ছেন, যত দ্রুত সম্ভব দুই কিশোরী নিরাপদে বাড়ি ফিরে আসুক।
